রাজবাড়ীর জেলা প্রশাসক পদে সোমবার সুলতানা আক্তার যোগদান করেছেন। এর আগে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রোববার সন্ধ্যায় রাজবাড়ী থেকে নতুন কর্মস্থল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন বলে জানা গেছে।
সুলতানা আক্তার ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) পদে কর্মরত ছিলেন। গত ৯ জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে রাজবাড়ীর বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়।
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা। যিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ছিলেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হন। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari