রাজবাড়ী জেলার কালুখালীতে হানিফ ও গোল্ডেন লাইন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে গোল্ডেন লাইন বাসের চালক বাচ্চু শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার গড়িয়ানা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু শেখ ফরিদপুর জেলার মোনছের শেখের ছেলে। আহতরা হলেন সুমি (৪০), হারুন (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫) ও নিয়ামত (৫৫)। গান্ধীমারা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, গোল্ডেন লাইনের বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন। আহত হন দুই বাসের ১৪/১৫ যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালককে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari