রাজবাড়ীতর কালুখালী উপজেলার কালিনগর এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মাগুড়া জেলার দড়িমাগুড়া কারিগরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রমজান বিশ্বাস ও পাংশার মৈশালা পালপাড়ার অসিত রাগেয়র ছেলে অনিক রায়।
রাজবাড়ীর ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, কালুখালী উপজেলার কালিনগর গ্রামের জনৈক বিপুল শেখের বাড়িতে চোরাই মোটরসাইকেল রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে। শুক্রবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari