রাজবাড়ীর জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার রপ্তানি অনুবিভাগে কর্মরত সুলতানা আক্তার। অন্যদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
গত ২ নভেম্বর তারিখে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ীতে যোগদান করেছিলেন। তার কার্যকাল ছিল দুই মাস আট দিন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari