রাজবাড়ীর কালুখালীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। মরহুম আহম্মদ উল্লাহ ও মরহুমা রাজিয়া বেগম এর আত্বার শান্তি কামনায় তাদের সন্তানদের পক্ষ থেকে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নিজ কাম্প্যাসে ১৯৫ জন শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বহরপুর কলেজের প্রভাষক খায়রুল আলম মিন্টু, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরদার, সাঈদ হোসেন, ফাউন্ডেশনের সদস্য আমজাদ হোসেন মাস্টার, হায়াত আলী, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য ডা. মোহাম্মদ গোলাম নবী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari