রাজবাড়ীতে শনিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছড়া উৎসব অনুষ্ঠিত হয়। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লেখক গবেষক প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল হক, রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু। সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির। ছড়া উৎসব উপলক্ষে কাব্য কথার অনুরণন নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন কবি ইউসুফ বাশার আকাশ।
বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও প্রাবন্ধিক কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি নাসিম শফি, কবি আলম আরা জুই প্রমুখ। সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির। অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান পাংশার সাহিত্য উন্নয়ন পরিষদ, গোয়ালন্দের একজ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন, বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরি ও ফরিদপুরের কবি আলীম আল রাজী আজাদকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্জাকুল আলম ও ফারহানা মিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari