রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল প্রাঙ্গনে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী, বিভিন্ন শ্রেণীর ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর তিনটি বিষয়ের বই বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, বুধবার সকাল ১০টার পরে জেলায় মাধ্যমিকের বই নিয়ে ট্রাক আসে। তারপর বিদ্যালয়গুলোকে জানানো হয়। এজন্য সঠিক সময় বই পৌঁছায়নি। বাকি বই পর্যায়ক্রমে আসবে। আসার সাথে সাথে দ্রুত বিতরণের ব্যবস্থা করবো। এ জেলায় মাধ্যমিকের বইয়ের চাহিদা প্রায় ১৭ লাখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari