অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ী সফর বাতিল হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন দেখার জন্য হেলিকপ্টারযোগে তাঁর রাজবাড়ী আসার কথা ছিল। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার চলাচল ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তাঁর সফর বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়ার পদ্মা নদীর চরে গত ১৮ ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া চলছিল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ম্যানুভার অনুশীলন হওয়ার কথা ছিল। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল।
দুপুর ১টার দিকে মহড়াস্থল থেকে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, কুয়াশার কারণে হেলিকপ্টার চলাচল ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় প্রধান উপদেষ্টার বৃহস্পতিবারের সফর বাতিল করা হয়েছে। একই সাথে ম্যানুভার অনুশীলন স্থগিত করা হয়। আগামী ৫ জানুয়ারি অথবা ৯ জানুয়ারি এ অনুষ্ঠান হতে পারে বলেও জানানো হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari