হাড় কাঁপানো শীতে ছিন্নমূল মানুষেররা আছে বেশি বিপদে। শীতে কাবু হয়ে পড়েছেন গ্রামঞ্চলের মানুষেরা। কিন্তু সবকিছু উপেক্ষা করে রাতের অন্ধকারে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন স্বেচ্ছাসেবী সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন। গত দিনদিন ধরে প্রায় ৩শত কম্বল বিতরণ করেছে ফাউন্ডেশনটি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে গত তিনদিন ধরে প্রতি রাতে উপজেলার চার ইউনিয়ন, পৌরসভা, রেলস্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে খুঁজে খুঁজে রিক্সা চালক, ছিন্নমূল মানুষ ও অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি ও তার সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, সাজেন হোসেন সাচ্চু, সজিব শাহরিয়ার, ইব্রাহীম মাহমুদ, জামিল হোসেন, ইলিয়াস হোসেন, আসাদুল মিতাম, মিজানুর রহমান পার্থ, মুসাব্বির মৃধা প্রমুখ।
মোহাম্মদ হোসাইন বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাতের বেলায় আমার সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপজেলার বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে শীত নিবারনে কম্বল দিয়েছে। শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে দরিদ্র জনগণকে শীতের কষ্ট ভোগ করতে হতো না।
গত রবিবার হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া এলাকায় মসজিদে কোরআন পড়া দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দেয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari