রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট ঐতিহ্যবাহী গ্রীন ফিল্ড কিন্ডার গার্টেন এর পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় এবং অন্যান্য শিক্ষার্থীদের বাৎসরিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক আমাদের রাজবাড়ীর বার্তা প্রধান মো. নাসির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ উদ্দিন, ইউপি সদস্য ফরিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিন্ডার গার্টেনের শিক্ষকগণ বিদায়ী শিক্ষার্থীদের প্রাণভরে দোয়া করেন। প্রায় ২০ বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা পুরণে প্রতিশ্রুতি বদ্ধ। অনুষ্ঠান শেষে ইউনিয়ন জাসাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari