৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজবাড়ীতেও আয়োজন করা হয় নানা আয়োজন। বুধবার সকালে রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপরে বিকেলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালী। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।
বিকেলে আয়োজন করা হয় জেলার বিভিন্ন পর্যায় ও ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী। র্যালীটি সংগঠনটির দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ও বড় বাজার প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর রেলগেট বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন। জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডল, সহ-সভাপতি মো. জামিল সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari