রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এসময় রোগীদের খাবার ও ওষুধ বিতরণে অনিয়ম পায় তারা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হাসপাতালের রন্ধনশালা, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে দুদক।
অভিযানে রোগীদের নিম্নমানের খাবার ও পরিমাণে কমের সত্যতা পান। রোগীদের জন্য ১৬ কেজি মাংসের পরিবর্তে ১০ কেজি মাংস পেয়েছেন। স্টোরের ওষুধ সেবিকারা পাচারের পাশাপাশি সাধারণ রোগীদের ওষুধ না পাওয়ারও সত্যতা পেয়েছেন দুদুকের প্রতিনিধি দল। এছাড়া ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় থাকার কারণে অসন্তোষ প্রকাশ করেন দুদক।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন, অভিযানের সময় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে অনিয়মের সত্যতা পেয়েছি। ফরিদপুর গিয়ে অনিয়মের বিষয়টি প্রতিবেদন আকারে দুদক কার্যালয়ে পাঠাবো। অভিযানের সময় রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari