প্রয়াত কমরেড আবদুল হকের ২৯ তম ও কমরেড হেমন্ত সরকারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর রেলগেট রেলগেইট সংলগ্ন মুক্তমঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু। অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট্রের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ এস.কে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তোফজ্জেল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মুক্তারউল ইসলাম মুক্তি, পাবনা জেলার সভাপতি সাইদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট পাবনা জেলা শাখার আহবায়ক রেজাউল ইসলাম মহিদুল, কুষ্টিয়া জেলার ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক পলান বিশ্বাস, জেলা গণতান্ত্রিক ফ্রণ্টের প্রচার সম্পাদক জামিলুর রহমান জামিল, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহবায়ক রেহনা খাতুন প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari