গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাড়িয়েছে 'গোয়ালন্দ সাংবাদিক ফোরাম'। রোববার দুপুরে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যরা তাদের বাড়িতে পৌঁছে শীত নিবারণের জন্য তিনটি লেপ তুলে দেন।
উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ন-আহবায়ক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম- আহবায়ক দৈনিক বাংলার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম-সদস্য সচিব দৈনিক নয়া শতাব্দী ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম -সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সদস্য মজিবুর রহমান খান জুয়েল, শাকিল আহমেদসহ স্থানীয়রা।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মো. হেলাল মাহমুদ জানান, সংবাদ সংগ্রহের কাজে গিয়ে আমরা দেখেছি আগুনে পরিবার তিনটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র শীতে পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা কমাতে তারা ভালবাসার উপহার হিসেবে লেপগুলো তুলে দিয়েছেন। দুঃস্থদের জন্য আমাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari