‘রাজবাড়ী আর্যভট্ট গণিত পাঠশালা’র উদ্যোগে শনিবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ৩য় গণিত ও বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে দেয়াল পত্রিকা ছাড়াও বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, প্রাইমারী বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, সুডোকু, রুবিক্স কিউবিকসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোমিনুল ইসলাম, ইইউবির ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ফারজানা আলম, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী গোল্ডেন জুটের এমডি মাসেম সরদার প্রমুখ। সভাপতিত্ব করেন আর্যভট্ট গণিত পাঠশালার সভাপতি শাহরুখ আলম অমি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়কে জয় করে বিজ্ঞানকে জানতে হবে। বিজ্ঞানমনস্ক জাতি কখনও তকোনো কিছুতে পিছেয়ে থাকেনা। প্রচুর বই পড়তে হবে। শিক্ষক, গুণীজন ও বড়দের সম্মান করতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari