গত বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ড, রেলস্টেশন বাজার পার ভেল্লাবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইট ভাটা, একটি হোটেল, একটি দোকানের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
বাংলাদেশ হোটেল রেঁস্তোরা আইন ২০১৪এর ৭ ধারায় জিল্লু হোটেলের মালিককে দুই হাজার, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মেসার্স কুন্ডু স্টোর মালিককে দুই হাজার, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৪ ধারায় মেসার্স ডব্লিউ আইজেড ব্রিক মালিক কে ১ লক্ষ, জেএসবি ব্রিক ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari