রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্ট এর গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজবাড়ী শহরের আনসার ক্যাম্প মোড়ে অবস্থিত রেস্টুরেন্টটির সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র এক শিক্ষার্থীকে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল এবং একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম সফি, রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টের সিইও শাহানা নাসিম, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, সহসভাপতি কমল কান্তি সরকার, দপ্তর সম্পাদক আজাদ বিপ্লব, সমাজকল্যাণ সম্পাদক রবিউল রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। পুরো বিষয়টি সমন্বয় ও পরিচালনা করেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari