বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি মুনীরুল হক মুনীর, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা ছলেমান মোল্লা দুলু, অরুণ কুমার সরকার, এনায়েত আলী প্রমুখ।
বক্তারা বলেন, রেজাউল করিম রেজা ছিলেন সত্যিকার অর্থেই গণমানুষের নেতা। একজন নির্লোভ, নিরাহংকার মানুষ ছিলেন তিনি। দেশ, মানুষ ও সমাজের জন্য তিনি নীরবে কাজ করে গেছেন। তার অভাব কখনও পূরণ হওয়ার নয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari