টঙ্গী ময়দানে সাদপন্থী সন্ত্রাসী ও উগ্রবাদীদের হাতে নিরীহ তাবলীগ সাথী ও ওলামায়ে কেরামকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন হযরত মাওলানা ইলিয়াস মোল্লা। বক্তব্য রাখেন মাওলানা আবু এরশাদ সিরাজুমুনির, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি আবু সালেহ মুসা, মাওলানা আবু সাইয়েদ আহমেদ, মুফতি আবুজর, ছাত্র সমন্বয়ক হাসিবুল ইসলাম, ক্বারী আবু ইউসুফ, মুফতি আজমসহ আরও অনেকে। সভা শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেইট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, সাদ ভারতের গোয়েন্দা সংস্থার-এর এজেন্ট। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাদ তারই অনুসারী। কাজেই রাজবাড়ীর কোনো মসজিদে আওয়ামী রূপধারী সাদপন্থীদের প্রবেশ করতে দেওয়া হবেনা। প্রশাসনের ভেতরে যারা সাদপন্থীদের মদদ দিচ্ছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari