ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। তারা হলো রাজবাড়ী সদর উপজেলর দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আলম সরদারের ছেলে রুবেল ও মুন্সিগঞ্জ জেলার কালিবাড়ি গ্রামের নাছির উদ্দিনের ছেলে নাইম ইসলাম।
রাজবাড়ীর ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য বহনকৃত দুটি সুইস গিয়ার ছোড়া উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari