গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান হেনা (৫৫) মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়ার ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রুস্তম আলী মিয়ার ছোট ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে দুই মেয়েসহ বহু শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার বেলা তিনটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠ চত্বরে জানাজা নামাজ শেষে তাকে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।
এ সময় রাজবাড়ী-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন প্রামানিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari