রাজবাড়ীর পাংশা থানার পুলিশ বুধবার ভোরে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে একটি বন্দুক ও ১৩টি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের অনাথ আলী শেখের ছেলে কাজল শেখ ও মোস্তফা মন্ডলের ছেলে রানা আহমেদ।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক কাজল স্বীকার করে তার কাছে দেশিয় তৈরি বন্দুক আছে। পরে তার শয়ন কক্ষ থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। একই সাথে অপর আটক রানার কাছ থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari