আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে এনে দিয়েছে একটি স্বাধীন দেশের মানচিত্র। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর পুলিশ সদস্যরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যুদ্ধের শুভ সূচনা ঘটায়। তারপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম আমরা। বিজয়ের এই দিনে রাজবাড়ী জেলার সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালবাসা।
বিজয় দিবসের চেতনা আমাদের শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়না, বরং আমাদের সামনে একটি নতুন দিনের সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত করে দেয়। আমরা যেন সবরকম ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের মূলমন্ত্রকে ধারন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।
মোছাঃ শামিমা পারভিন
পুলিশ সুপার
রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari