রাজবাড়ীতে রাবেয়া- কাদের ফাউন্ডেশনের উদ্যোগে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর অবস্থিত রাবেয়া কাদের ফাউন্ডেশনে এই সাইকেল বিতরণ করা হয়। সাইকেল উপহার উপলক্ষে সংগীত ও গল্পের আসরের আয়োজন করা হয় । এসময় আলোচনা করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সোবহান, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া, চিত্রশিল্পী গোলাম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলা, কবি নেহাল আহমেদ, রেজাউল করিম আরজু প্রমুখ।
রাবেয়া - কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, ২০২০ সালে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত করা হয় । পাঠাগারে শিক্ষার্থীদের বিনামূল্যে সংগীত, কবিতা ও চিত্রাঙ্কন শেখানো হয়। এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী আছে তাদের অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল না। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেনিতে পড়ালেখা করে। এসকল শিক্ষার্থীরা যেন তাদের পড়ালেখা থেকে ঝড়ে না পরে সেজন্য চারজন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এরা সবাই এই পাঠাগারের শিক্ষার্থী। সারা বছরের বিভিন্ন প্রতিযোগিতায় সেরা ও আর্থিক অবস্থা বিবেচনা করে এই সাইকেলগুলো দেওয়া হয়েছে। গত বছর পাঁচজনকে দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে বাকী শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হবে।
সাইকেল পেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্মরণ ভৌমিক বলে, আমি রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। এই সাইকেল নিয়ে এখন আমি সহজেই স্কুলে যেতে পারবো। কোচিং-এ যেতে পারবো। নিয়মিত পাঠাগারে গান, কবিতা ও চিত্রাঙ্কনের ক্লাসে আসতে পারবো। আমি খুবই খুশি হয়েছি। এছাড়াও সাইকেল উপহার পেয়েছে রুবাইয়া জেরিন,প্রিতি আক্তার ওআফিয়া খাতুন। তারা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari