রাজবাড়ী সদর উপজেলার শাইলকাঠি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে চারশ পিচ ইয়াবাসহ তিনজনকে রাজবাড়ীর ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তারা হলো একই গ্রামের মৃত গনি শেখের ছেলে মোঃ আশিকুজ্জামান স্বপন(৫০), ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের আমির আলী মন্ডলের ছেলে ইকবাল মন্ডল(৩৮) ও রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের হানিফ হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩৬)।
রাজবাড়ী ডিবি ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আশিকুজ্জামান স্বপন(৫০) এর বসত বাড়ী থেকে চারশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari