ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়ানোর প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন চত্বরে এ সমাবেশ সমবেত হয়ে রাজবাড়ী শহরের প্রধান সড়কে বিক্ষোভ শেষে রেলগেট শহিদ চত্বরে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নেতা ডা. কোমল কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের যুগ্ম আহবায়ক কৃষ্ণ সরকার প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari