রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার একটি রসুন ক্ষেত থেকে সোমবার গভীর রাতে কদম আলী শেখ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করছে কালুখালী থানার পুলিশ। তিনি একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী কাকলী বেগম জানান, সোমবার বিকেলে আমার স্বামী সাভারেপাড়া বাজারে ধুনেশাক বেঁচতে যায়। সময় মত বাড়ীতে না ফেরায় রাত আনুমানিক ৯ টায় আমরা সাভারেপাড়া বাজারে তাকে খুজতে যাই। পথেই একটি রসুন খেতে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেই। তিনি আরো জানান, ঘটনাস্থলে ধস্তাধস্থির চিহ্ন ও আমার স্বামীর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন থাকায় আমরা ধারনা করি তাকে হত্যা করা হয়েছে। মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে তারা খবর পান রসুন ক্ষেতে এক কৃষকের মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্নদেখা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে কদম আলীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। আপাততঃ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari