রাজবাড়ীর গোয়ালন্দে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজবাড়ী জেলা ও রাজবাড়ী সকল উপজেলা কর্তৃক আয়োজিত সকল দাখিল, ফাজিল ও কামিল মাদ্রাসার বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুফতি সামছুল হুদার সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মিজবাহ উদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক হাফেজ সামছুল আলম, গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, রাজবাড়ী ভাজনচালা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতী আব্দুল গাফফারসহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ।
প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালন্দ উপজেলার রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুফতি সামছুল হুদা বলেন, প্রতিযোগিতাটি ৪ ডিসেম্বর পাংশা উপজেলায় শুরু হয়। ৫ ডিসেম্বর বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হয়। আগামী ৭ ডিসেম্বর কালুখালী উপজেলায় অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলায় চূড়ান্ত প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari