সারা বাংলাদেশে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১টিক্লিনিক,৩ টি ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবাসহ ৪ টি প্রতিষ্ঠান বন্ধ করে সিলগালা করেছে। একটি প্রতিষ্ঠানের মালিকের ১৫ দিনের জেল ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে। অন্যগুলা সতর্কীকরণ করেছেন শনিবার সকাল থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা মুলক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহি অফিসার আম্বিয়া সুলতানা । এসময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার সুমন কুমার, স্যানিটেশন ইন্সপেক্টর মো. পনিরুজ্জামান পনির, ও থানার এসআই মোঃআসাদুজ্জামান রিপনসহ স্বাস্থ্য বিভাগের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান কালে দি আরোগ্য ক্লিনিক, চন্দনা ডায়াগনস্টিক সেন্টার, এপোলো ডায়াগনস্টিক সেন্টার ,জামালপুর ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত না থাকায় সিলগালা করে দেওয়া হয় এবং একজন মেডিকেল টেকনোলজিস্টকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও শাপলা ক্লিনিক, বালিয়াকান্দি - নিবন্ধন হালনাগাদ না করায় ১৫ দিনের সময় বেঁধে দিয়ে নিবন্ধন হালনাগাদ করতে বলা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari