রাজবাড়ীর পাংশা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন কাঁঠাল গাছ থেকে সোমবার সকালে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবুল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামানিকের ছেলে।
জানা যায়, পাংশা রেলওয়ে ষ্টেশনের পার্শ্বে জল ঘর সংলগ্ন কাঁঠাল গাছের সাথে ওই যুবককে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের কাছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’ লিখিত একটি চিরকুট পাওয়া গেছে।
নিহতের মামা পাংশা মৃগিডাঙ্গা গ্রামের মকলেছ রহমান বলেন, ও ঢাকাতে একটি কোম্পানীতে চাকরি করতো। নিজ এলাকার চার জন ছেলের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়ে ওর কোম্পানীতে চাকরি দিয়েছিলো। পরে ওই চারজন চাকরি করবে না বলে টাকা ফেরত চাচ্ছিলো এবং হুমকি ধামকি দিচ্ছিলো। ও আমাদের বাড়ি থেকে বেড়িয়ে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামে খালার বাড়ি গিয়েছিলো। রোববার বিকেলে সেখান থেকে বের হয়। তারপর এই অবস্থা।
পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর সাজিদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা পাংশা রেলষ্টেশন সংলগ্ন এলাকা থেকে রাকিবুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। পরবর্তি আইনি পক্রিয়া চলমান। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari