রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে মঙ্গলবার রাতে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে উজ্জ্বল প্রামানিক নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে একই গ্রামের রহমত প্রামানিকের ছেলে। রাজবাড়ী জুট মিলে সে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
নিহতের চাচা মালেক প্রামানিক জানান, প্রতিবেশি ইউসুফের বাড়িতে ফ্রিজের সংযোগ দিতে গিয়ে উজ্জ্বল বিদ্যুতায়িত হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari