খুলে দেখো জলকেলি
আশ্রাফ বাবু
ইচ্ছের কাছে লাজুক দেহখানি চেয়েছি দূরে থাকো
ওগো ধরণী তাপদৃষ্টি হারিয়ে বৃষ্টির সুরে রাখো,
জলে ভিজিয়ে চঞ্চল সবুজ গাছে অপরূপ ভরি
দেখে আর অনুভবে আরাম লাগুক আর উড়ি।
গান গাই অপরূপ রূপ দেখে ছড়াই বটে জলকেলি
মালা গাঁথি-ছিটাইয়া জল চলে পথের অলিগলি।
পদচিহ্নে দেখি আর আঁখি না ফিরে আপন ঘরছাড়ি
পৃথিবী সমান হচ্ছে কষ্টের দেহজুড়ে আশায় শীতল করি।
শুভ বৈশাখে নবসাজে তোল গরমের ঘোমটা খানি
নয়ন ভাঁসে স্বস্তির আশায় অর্ধফোটা তুমি পানি,
কাঁপা কাঁপা হাতে অস্থির পথে স্বস্তির নিয়তি মিশে
একবার ভাঁসি একবার ডুবি নোনাজলে এই দেশে।
পথে প্রান্তরে গরমের কাছে লুকানো এক আকাশ মেঘ
ছুঁতে চাই- চেয়েছি তুমি আসো এটা কি আমার আবেগ!
অনতিক্রান্ত দূরত্বে দাঁড়িয়ে মেঘবৃষ্টি তুমি কোন আকাশে
তুমুল উচ্ছ্বাসে তুমি এলে সব কোলাহল হবে অবশেষে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari