universitas
https://smkwirasaba.sch.id/steam/blog/
https://simrs.unmas.ac.id/public/css/
https://https://tilang.pn-bangko.go.id/blog/
https://tryout.temanpelajar.com/
রাজবাড়ীর পাংশা উপজেলায় রবিবার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এস এম আবু দারদা। তিনি ৩৫ তম বিসিএস এর একজন কর্মকর্তা। এবং কুড়িগ্রাম জেলার সন্তান। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ে দায়িত্বরত ছিলেন।
নবাগত ইউএনও উপজেলা পরিষদ কার্যালয়ে এলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সংবাদকর্মীগন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে স্বাগত জানান। এসময় তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। একই সাথে সকলকে নির্ভয়ে সততার সঙ্গে নিজ নিজ কাজ করে যেতে বলেন। তিনি সকলের উদ্দেসব্যে আরও বলেন, সকলের জন্য আমার দরজা খোলা। আমি আপনাদের সাথে মিলে মিশে কাজ করতে চাই। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari