রাজবাড়ীর পাংশায় হেনামোড় নামক স্থানে বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। রিপন পাংশা বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার মাসুদ আলী বুদোই এর ছেলে। আহতরা হলেন নিহতের বন্ধু একই এলাকার ফজলু মন্ডলের ছেলে আসাদ মন্ডল, কলিমহর ইউনিয়নের ফলিমারা এলাকার জয়নাল সরদারের ছেলে ভ্যান চালক মনিরুল সরদার। একই ইউনিয়নের ভাগবিষ্ণপুর এলাকার আব্দুল জলিলের স্ত্রী ভ্যানযাত্রী মমতাজ ও তার মেয়ে মাছপাড়া জয়গ্রাম এলাকার গহের সরদারের স্ত্রী ভ্যানযাত্রী শাহেরা। আহতদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত রিপনের সঙ্গে থাকা বন্ধু আসাদ বলেন, রিপন দুদিন হলো নতুন মোটরসাইকেল কিনেছে। আজ আমাকে নিয়ে মাছপাড়া গোপাল এলাকা থেকে অনেক জোরে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিলো। আমি ওকে আস্তে চালাতে বললেও শোনেনি। হেনামোড়-নয়নমোড় এলাকায় এসে একটা ভ্যানকে অতিক্রম করতে গিয়ে ভ্যানটির সাথে সংঘর্ষ হয়। এমন সময় পিছন থেকে একটি বাস এলে সেটার সাথেও সংঘর্ষ হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari