রাজবাড়ীর পাংশা মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামে পিতা মাতার উপর অভিমান করে জুথি (১২) নামে এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। জুথি ওই গ্রামের সাজিদুর রহমান মন্ডলের মেয়ে এবং এবং বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, লেখাপড়া অমনোযোগী ও টিকটকে আসক্ত হওয়ায় জুথিকে তার পরিবারের লোকজন গালমন্দ করে। এতে পিতা মাতার উপর অভিমান করে সে বুধবার সকালে পেঁয়াজ রাখার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পাংশা মডেল থানা সাব-ইনেস্পেক্টর কামাল বলেন, সংবাদ পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari