‘নিশ্চিত আগামীর নির্ভরতায়’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় প্রতিষ্ঠানের ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে গোয়ালন্দ কাঁচা বাজার সংলগ্ন আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার ম্যানেজার সোহরাব হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাধারণ সম্পাদক মো. খোকন শেখ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ, ব্যাবসায়ী মো. ফিরোজ জোয়াদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও মঙ্গল কামনা করে বলেন, আইএফআইসি একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংক। ব্যাংকের সেবার মান অনেক ভালো। আমরা এই ব্যাংকের গর্বিত গ্রাহক হতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari