রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজার কেন্দ্রিয় জামে মসজিদ নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হলেও মসজিদের সামনেই রয়েছে জেলা পরিষদের জায়গা যা বেদখল ছিল। জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে বারবার ঘুরেও মসজিদ কর্তৃপক্ষ বন্দোবস্ত নিতে পারছেন না। মসজিদটিতে নিয়মিতভাবে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ নামাজ আদায় করে থাকেন। বাজারের আশে পাশে কোন মসজিদ না থাকায় প্রতিনিয়ত মসজিদটিতে ভিড় হয়। সবাই চেষ্টা করলেও অচেনা প্রতিপক্ষের ইশারায় বারবার ভেস্তে যাচ্ছে এই উদ্যোগ। বিষয়টি নিয়ে এলাকাবাসি খুবই ক্ষুব্ধ। উল্লেখ্য যে, কথিত দুর্বৃত্তরা মসজিদের সামনের জায়গা এমনকি মসজিদে প্রবেশের রাস্তাটিও দখলে নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এই সকল অনাচার দেখে অবশেষে সকল মুসল্লিগণ, স্থানীয় জনগন, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন সমাজ দীনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের এই জমি মসজিদের নামে বন্দোবস্ত দেয়ার দাবি জানিয়ে জেলা পরিষদের প্রশাসক বরাবর গণ পিটিশন দাখিল করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari