রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান উন্নয়নে ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ প্রশিক্ষণে জেলার ২৫ জন জেলে অংশগ্রহণ করেন।
শনিবার সকালে জেলা মৎস্য অফিসের আয়োজনে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণ হল রুমে ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, রাজবাড়ী সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজী, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari