চামেলী বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী রতন খাকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলনিহারী গ্রামে শনিবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন একই গ্রামের হারেজ আলী খার ছেলে। চামেলী একই ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের মো. আব্দুল মালেক মন্ডলের মেয়ে।
পাংশা থানা ও নিহেতের পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে বিয়ে হয় চামেলী ও রতনের। তাদের সংসারে রত্ন নামে চার বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার গভীর রাতে মুরগীর খোপ কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে রতন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে রোববার সকালে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ অভিযুক্ত রতন খাকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছে। হত্যার ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক মন্ডল বাদী হয়ে মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari