রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১ টার দিকে পাংশা আজিজ সরদার বাসষ্ট্যান্ড এলাকার তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। হামলায় মা ছেলে সহ তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাকিবুল হাসান বলেন, আমার নানার দেয়া জমিতে আমরা গত দুই বছর আগে দোকান ঘর তুলি। আমার নানার দ্বিতীয় পক্ষের ছেলেরা বহিরগত কিছু লোক নিয়ে আজ আমাদের দোকান ভাংচুর করে। আমরা ভাংচুরের কারন জনতে চাইলে বাটাম দিয়ে আমাকে আমাকে মা ও মামাকে পারপিট করে। এ বিষয়ে পাংশা থানার এসআই মোজাম্মেল বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari