স্থানীয় সরকার বিভাগ কর্তৃক রাজবাড়ীর পাংশা পৌরসভার মেয়র অপসারিত হওয়ায় সরকারি আদেশে বুধবার নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার নিয়েছেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. তারিফ উল হাসান।
তিনি ৩৩ তম বিসিএস এর ক্যাডারের একজন কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলার সন্তান। বুধবার তারিফ উল হাসান এবং পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পাংশা পৌরসভা কার্যালয়ে যান। এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারিগণ নবাগত প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান। পরে পৌর কর্মকর্তা-কর্মচারি ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে পৌর নাগরীক সমস্যাগুলো সম্পর্কে জানতে চান। এসময় সংবাদকর্মীগন পৌর-নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন। সমস্যা গুলো জেনে সকলের সহযোগিতা নিয়ে পর্যায়ক্রমে নাগরিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করার কথা জানান তিনি। একই সাথে পৌর কর্মকর্তা-কর্মচারিদের যদি কোন অনিয়মে যুক্ত থাকার প্রমান পাওয়া যায় তাহলে দোষী ব্যাক্তির বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari