রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আগেরদিন বুধবার সমিতির সাধারণ সভায় মো. জালাল উদ্দিন বিশ্বাসকে সভাপতি ও মো. ওবায়দুল হক খান টিপুকে সাধারণ সম্পাদক নির্বাচন করে সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সমিতির নবনির্বাচিত সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক খান টিপুসহ সমিতির অন্যান্য সদস্যরা সমন্বয় করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. মাসুদ আলী বাদশা (পাংশা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক), সহসম্পাদক আব্দুল আলীম মুন্সী (পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর) ও মো. জালাল উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছাত্তার বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ সুজন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বাবলু, সহকোষাধ্যক্ষ মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী ও দপ্তর সম্পাদক মো. আব্দুল হান্নান। এছাড়া কমিটিতে ৬জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।
পাংশা উপজেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক খান টিপু সমিতির ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari