শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিংয়ে নেমেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীদের নিয়ে পাংশা কাঁচা বাজার, মাছের বাজার সহ বিভিন্ন ন্যায্যমূল্যের দোকান মনিটরিং করেন। পাংশা পৌর শহরের কালীবাড়ি মোড় থেকে স্টেশন পর্যন্ত রাস্তার দু'পাশে ফুটপাত দখল করে চলে বিভিন্ন ব্যবসা। ফলে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাটতে পারে না। এতে প্রধান সড়ক দিয়ে যাতায়াত করে তারা। এসব ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে নির্দিষ্ট স্থানে বসার নির্দেশও দেন ইউএনও। নির্দেশ অমান্য করে ফুটপাতের জায়গা দখল করে দোকানের মালামাল বাইরে রাখায় তিনজন মুদি দোকানীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ইউএনও জাফর সাদিক চৌধুরী জানান, বাজার মনিটরিংয়ের কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari