বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজবাড়ীর পাংশায় আলপনা অঙ্কন অনুষ্ঠিত হয়েছে। পাংশায় ছাত্র সমাজের উদ্দোগে শনিবার শিক্ষার্থীরা পাংশা রেলওয়ে ষ্টেশনের বিভিন্ন স্থানে এ আলপনা অংকন করা হয়।
আলপনা অংকনের মধ্যে ছিলো, হোক প্রতিবাদ, স্বাধীনতা, বল বীর - চির উন্নত মিম শির, স্বাধীন বাংলাদেশ, মেধার বিজয় বাংলাদেশ, আমরাই এক ইতিহাস, বিজয় ২০২৪, ইত্যাদি লেখা। রঙ বে-রঙের দৃষ্টিনন্দন এসকল আলপনা শোভা পাচ্ছে এখন পাংশা রেলওয়ে ষ্টেশনের দেয়ালে দেয়ালে। সাধারণ মানুষ ছাত্রসমাজের এ কাজকে স্বাগত জানান।
মনোমুগ্ধকর এ আলপনা অংকন কার্যক্রমে অংশগ্রহন করেন আশিক ফারাবি, শাহিনুর রহমান, সাগর সিকদার, মামুন রাজ, রানা, পাপন শিকদার, আলামিন, আসিফ। মারুফ, তন্ময়, হাসিবুল, নাসিম খান, নাজমুস সাকিব সিয়াম, শিশির, তালহা ইমতিয়াজ ফুয়াদ, আহম্মেদ জিহাদ, শাওন খান। তাবাচ্ছুম, সাদিয়া, জয়া, দিঘি, তিথী, কেয়া, শুরভী, শাহারা, ইল্মা, ঊরবি, খুশি, হাসি,সাদিয়া, রুপিলা, রিয়া, মারিয়া ও তমা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari