রাজবাড়ীর পাংশায় এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির অফিসে পৃথক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার সরিষা ইউনিয়নে এবং পাংশা মৈশালা এলাকায় এ ঘটনা দুটি ঘটে। জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজমল আল বাহারের সরিষা বাজারস্থ একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় তার অফিসে দূর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারিরা অফিসের দরজা, জানালা, আসবাপপত্র, ব্যাসিং ও চেয়ার টেবিল ভাংচুর করে।
অপর দিকে মঙ্গলবার রাতে পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম ফারুফ এর পাংশা মৈশালা এলাকায় অবস্থিত দলীয় অফিসে হামলা ও ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত। এ ব্যাপারে মুঠোফোনে মারুফ বলেন, মঙ্গলবার রাতে ওরা আমার অফিসে হামলা ও ভাংচুর চালায়। এবং অফিসে থাকা আমার টেলিভিশন ও ল্যাপটপসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এছাড়া পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামে রবিন বিশ্বাস নামে একজনের বাড়ি থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari