রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির মো. জালাল উদ্দিন বিশ্বাসকে সভাপতি ও ওবায়দুল হক অরফে টিপু খানকে সাধারণ সম্পাদক করে সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মো. জালাল উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে টিপু খানের নাম ঘোষণা করা হয়।জালাল উদ্দিন বিশ্বাস পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুব্রত কুমার দাস সাগর। উপস্থাপনা করেন মো. মাসুদ রানা বাদশা।
সাধারণ সভায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির প্রায় অর্ধশত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাস খুব শিঘ্রই সবার সমন্বয়ে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের অভিমত ব্যক্ত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari