রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে সাংবাদিক সমীর বিশ্বাসের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সমীর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে দেড়টা পর্যন্ত ৯/১০ জনের একটি সংঘবদ্ধ দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাড়ীর সবাইকে বেঁধে ফেলে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ দেড়লক্ষাধীক টাকা লুট করে নিয়ে যায়।
সমীর কান্তি বিশ্বাস বলেন, আমি প্রতি দিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ১২টার দিকে দরজা দিয়ে ৯/১০ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে আমাকে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। পরে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, ভাগনীসহ অন্যান্যদের বেঁধে একটি ঘরে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পাশের বাড়ীর মোবাইল থেকে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে বালিয়াকান্দি থানা পুলিশ আসে। সকালে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ এসে সবকিছু পরিদর্শন করেন।
বালিয়াকান্দি থানার সেকেন্ড অফিসার রাজিবুল ইসলাম জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari