বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়েও প্রথম হয়েছেন কুইন। মঙ্গলবার রাজধানী ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সমাপনী অনুষ্ঠানে তিনি অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিক।
ইতিপূর্বে কুইন বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছিলেন।
মেধাবী কুইন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের নাতনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুনের ছোট মেয়ে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari