রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের জলিল মন্ডলের ছেলে অটোভ্যান চালক হাসেম মন্ডল (৫০) ও মেয়ে হালিমা বেগম (২৭)। রবিবার দুপুর ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা বাজার মোড়ে এ দুঘর্টনা ঘটে।
মৃগী দিক হতে নারুয়া যাচ্ছিল ব্যাটারী চালিত অটোভ্যান। এসময় মৃগীগামী আরএফএল কোম্পানীর পাইপ বোঝাই পিকআপটি মোড় ঘুরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ভ্যান চালক হাসেম মন্ডল ও যাত্রী তার মেয়ে হালিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। হাসেমের স্ত্রী মারাত্মক আহত হয়েছেন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ এসেছি। পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari