রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্বমৌকুড়ী এলাকায় ২৮৫ পুরিয়া হেরোইনসহ ননদ-ভাবীকে আটক করেছে বালিয়াকান্দি থানার পুলিশ”। তারা হলো পাবর্তী দাস (৩৫) ও বোন দিপা দাস (৩০)। তাদের বাড়ি একই গ্রামে। পার্বতীন দাস ওই গ্রামের চৈতন্য দাসের স্ত্রী। গত শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, চৈতন্য দাস একজন মাদক ব্যবসায়ী। মাদকসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে সে কারাগারে। এক মাস আগে সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
বালিয়াকান্দি থানার একজন কর্মকর্তা জানান, চৈতন্য মাদক ব্যবসায়ী। তার নামে আগে আরও মাদক মামলা রয়েছে। গত জুন মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তার স্ত্রী ও বোন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আশরাফুল ইসলাম ও এএসআই মিরাজুল ইসলাম তাদের হেরোইনসহ গ্রেপ্তার করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাবী ও ননদকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভাবী ও ননদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari